ইজরায়েলি হামলায় হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধান নিহত

Anweshan Desk

Anweshan Desk

২৭ অক্টোবর ২০২৩, ১২:৪৫ পিএম


ইজরায়েলি হামলায় হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধান নিহত

গত ৭ অক্টোবর ইজরায়েলে আকস্মিক  হামলার পরিকল্পনাকারী হামাসের গোয়েন্দা শাখার উপ-প্রধানকে  হত্যার দাবি করেছে ইজরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হামলার পরিকল্পনাকারী হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধান শাদি বারুদকে হত্যা করেছে। খবর-বিবিসি

এর আগে ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, ওই হামলার পরিকল্পনায় সহায়তাকারী হামাসের আরেকজন সিনিয়র নেতাও তাদের হামলায় নিহত হয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধান শাদি বারুদকে হত্যা করা হয়েছে।’

‘তিনি ইজরায়েলিদের বিরুদ্ধে ৭ অক্টোবর চালানো গণহত্যার পরিকল্পনাকারী এবং অসংখ্য ভয়াবহ হামলার সঙ্গে জড়িত ছিলেন।’

‘বর্বর সেই হামলার সঙ্গে জড়িত হামাসের নেতাদের উপর আমরা হামলা অব্যাহত রাখব এবং তাদের হত্যা করব।’ যোগ করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

আইডিএফ বলছে, তাদের যুদ্ধবিমানগুলো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধান শাদি বারুদ ও তার গোয়েন্দা শাখার অস্ত্র ঘাটিতে হামলা চালিয়েছে। 

আইডিএফ আরও বলেন, হামাসের গাজা শাখার নেতা ইয়াহিয়া সিনওয়ারের সঙ্গে ৭ অক্টোবরে হামলার পরিকল্পনা করেছিলো।নিহত শাদি বারুদ। তবে, এ ব্যাপারে হামাস এখনও কোনো মন্তব্য করেনি।


Link copied