ভোট দিতে কুরআন ছুঁইয়ে শপথ করাচ্ছেন হাতপাখার কর্মীরা

Anweshan Desk

Anweshan Desk

০৯ জুন ২০২৩, ১৬:২৮ পিএম


ভোট দিতে কুরআন ছুঁইয়ে শপথ করাচ্ছেন হাতপাখার কর্মীরা

আগামী ১২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচন সামনে রেখে ভোটারদের কোরআন শরীফ ছুঁইয়ে শপথ করিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

শুক্রবার (১০ জুন) রাতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, গভীর রাতে বোরকা পরিহিত একদল নারী কোরআন শরীফ নিয়ে একটি বাড়িতে গিয়ে হাতপাখা প্রতীকে ভোট চাচ্ছেন। একপর্যায়ে ওই বাড়ির লোকজনকে কোরআন শরীফে হাত রেখে ওয়াদা করতে বলেন হাতপাখার প্রচারকর্মীরা। এসময় ঘটনার ভিডিও ধারণ করায় তারা উত্তেজিত হয়ে ওঠেন।

এদিকে নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা বলছেন, পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে ব্যবসা করছে হাতপাখার প্রার্থীরা, এটাই তার প্রমাণ।

অপরদিকে কোরআন শরীফে হাত রেখে ওয়াদা করিয়ে ভোট চাওয়ার বিষয়টিকে ধর্ম অবমাননা হিসেবে দেখছেন সচেতন সমাজ।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাতে কয়েকজন নারী কোরআন শরীফ হাতে নিয়ে এক বাসার সামনে গিয়ে হাতপাখায় ভোট চাচ্ছেন। একপর্যায়ে ওই বাসার লোকজনকে কোরআন শরীফে হাত রেখে ওয়াদা করতে বলেন হাতপাখার মহিলা প্রচারকর্মীরা। এই ঘটনার ভিডিও করার সময় উত্তেজিত হয়ে ওঠেন হাতপাখার প্রচারকর্মীরা।

এ ব্যাপারে নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অসীম দেওয়ান বলেন, কোরআন শরীফে ওয়াদা করিয়ে ভোট চাওয়া মানে ধর্মগ্রন্থ ও ধর্ম অবমাননা করা। হাতপাখার প্রার্থী ধর্মব্যবসা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে হাতপাখার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ভিডিওটি ষড়যন্ত্রমূলকভাবে ছড়ানো হয়েছে। যারা ভিডিওটি ফেসবুকে ছড়িয়েছে তারাই ঘটনাটি ঘটিয়েছে।

বরিশাল সিটি নির্বাচনে প্রচার প্রচারণার শুরুর দিক থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানি ও ধর্ম অবমাননার অভিযোগ তুলেছিলেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা।


Link copied