লিবিয়ায় আকস্মিক বন্যায় মৃত্যুর মিছিল : নিহত ৬০০০
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৭ পিএম
লিবিয়ায় ঘূর্ণিঝড়ের আঘাতে বাঁধ ভেঙে যাওয়ার পর আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছয় হাজারে পৌঁছেছে বলে ধারণা করছেন কর্মকর্তারা। তবে এই সংখ্যা আরও দুই থেকে তিনগুণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ উদ্ধারকাজ এখনো শেষ হয়নি, তাছাড়া নিখোঁজ রয়েছেন বহু মানুষ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, লিবিয়ার পূর্বাঞ্চলীয় দারনা শহরে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাতের পর আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছয় হাজারে পৌঁছেছে বলে অনুমান স্থানীয় কর্মকর্তাদের। শহরটিতে প্রায় এক লাখ মানুষ বসবাস করতো। সেখানে হঠাৎ বন্যার তোড়ে নদীপাড়ের বহুতল ভবনগুলো ধসে পড়ে। পানিতে ভেসে যায় বহু মানুষ, গাড়ি, বাড়ি।
বেসরকারি সংস্থা ইসলামিক রিলিফের সারাহ আবুলগাসেম বলেছেন, দারনায় মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হবে নিশ্চিত। শহরটির অন্তত ৩০ শতাংশই পুরোপুরি গায়েব হয়ে গেছে।ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, যেন ছোটখাটো একটা সুনামি এসে তার চলার পথের সবকিছু ধুয়েমুছে নিয়ে গেছে।
আবুলগাসেম বলেন, বহু পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে... কিছু কিছু ভবন পুরোপুরি ভাসিয়ে নিয়ে গেছে পানিতে। তার বিশ্বাস, এই বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে চারগুণ না হলেও দ্বিগুণ তো হবেই।
তিনি আরও বলেন, মানুষ আরবিতে বলছে, এটি অনেকটা কেয়ামতের মতো। এটাই বর্ণনা করার সেরা উপায়।
এদিকে, লিবিয়ার এই বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গোটা বিশ্ব। ইতোমধ্যে বাংলাদেশও সাহায্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে সাহায্য পৌঁছাতে শুরু করেছে দেশটিতে। লিবীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তুরস্ক, আলজেরিয়া, তিউনিশিয়াসহ বিভিন্ন দেশের প্লেন লিবিয়ায় অবতরণ করেছে। এগুলোতে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, খাদ্য ও তাবু রয়েছে। এগুলো যত দ্রুত সম্ভব ডারনায় পৌঁছানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।