বিচ্ছেদের পরও একসঙ্গে ছুটি কাটাচ্ছেন ট্রুডো ও সোফি

Anweshan Desk

Anweshan Desk

১২ অগাস্ট ২০২৩, ১৪:৫২ পিএম


বিচ্ছেদের পরও একসঙ্গে ছুটি কাটাচ্ছেন ট্রুডো ও সোফি

বিচ্ছেদের পরও ছুটিতে একসাথে কাটাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার।

তাদের বিচ্ছেদ হয়ে গেলেও এ বিচ্ছেদের প্রভাব তারা সন্তানের উপর ফেলতে চান না বলে জানিয়েছেন তারা। তাই সাবেক এই দম্পতি সন্তানদের নিয়ে একসঙ্গে অবকাশ কাটাচ্ছেন বলে জানিয়েছে সিটিভি নিউজ।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ছুটি কাটাতে তিন সন্তানসহ ট্রুডো এবং সোফি ব্রিটিশ কলম্বিয়ায় আছেন। সেখানে এক সপ্তাহ থাকবেন। ছুটি কাটিয়ে তারা ১৮ আগস্ট অটোয়ায় ফিরবেন।

কানাডার স্থানীয় পত্রিকা কানাডিয়ান প্রেস এক প্রতিবেদন জানায়, ট্রুডোর ব্যক্তিগত তহবিল থেকে অবকাশকালীন যাবতীয় ব্যয়ভার বহন করা হবে। তারা এক সপ্তাহের জন্য কানাডার ব্রিটিশ কলম্বিয়ার পশ্চিম উপকূলের কোথাও থাকবেন। তবে ট্রুডো এবং সোফি ব্রিটিশ কলম্বিয়ার কোথায় থাকবেন তা নির্দিষ্ট করে বলা হয়নি।

গত সপ্তাহে ইনস্টাগ্রামে পৃথক দুটি পোস্টে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং সোফি গ্রেগোয়ার ১৮ বছরের বৈবাহিক সম্পর্ক ইতি টানার ঘোষণা দিয়েছেন। বিবাহিত জীবনে তারা তিন সন্তানের জনক জননী।

জাস্টিন ট্রুডো কানাডার দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকা অবস্থায় বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।


Link copied