ভারতে ক্রেন দুর্ঘটনায় নিহত ১৬

Anweshan Desk

Anweshan Desk

০১ অগাস্ট ২০২৩, ১৩:০২ পিএম


ভারতে ক্রেন দুর্ঘটনায় নিহত ১৬

ভারতের মহারাষ্ট্র প্রদেশের থানেতে

নির্মাণাধীন একটি এক্সপ্রেসওয়েতে ক্রেন ভেঙে ১৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার (১ আগস্ট) ভোররাতে নির্মাণ কাজ চলাকালীন সময় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

 

 

পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলার শাহাপুর এলাকার সরলাম্বি গ্রামে নির্মাণাধীন সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের একটি জায়গায় গতকাল রোববার দিবাগত রাতে ক্রেনটি ধসে পড়ে।

 

 

পুলিশ আরও জানিয়েছে, রোববার দিবাগত রাতের শেষ দিকে শ্রমিকেরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের কাজ করছিলেন—এমন সময় ক্রেনটি ধসে পড়ে। ঘটনাস্থলেই মারা যান ১৬ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন এবং ৫ জন এখনো ক্রেনের নিচে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

 

দুজন শ্রমিক ক্রেনটি পরিচালনা করছিলেন। সাধারণত ক্রেনটি বড় বড় গার্ডার কিংবা বড় আকারের বিম সরানোর কাজে ব্যবহৃত হয়। ক্রেনটি পরিচালনার একপর্যায়ে সেটি ভেঙে পড়লে ঘটনাস্থলেই ১৬ জন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার করা শুরু করেন।

 

উল্লেখ্য, ৭০১ কিলোমিটার দীর্ঘ সমৃদ্ধি মহা মার্গ নামের সড়কটি মুম্বাই-নাগপুর এক্সপ্রেস নামে পরিচিত। মহারাষ্ট্রের রোড ডেভেলপমেন্ট করপোরেশন এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চালাচ্ছে। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের উদ্বোধন করেন।


Link copied