আফগানিস্তানে মসজিদে বোমা হামলা : নিহত ১৩

Anweshan Desk

Anweshan Desk

০৮ জুন ২০২৩, ২২:০৪ পিএম


আফগানিস্তানে মসজিদে বোমা হামলা : নিহত ১৩

আফগানিস্তানের উত্তরাঞ্চলের  বাদাখশানের ফাইজাবাদে নবাবী মসজিদে মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ১১ জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নরের জন্য প্রার্থনার সময় বিস্ফোরণটি ঘটেছিল, যিনি এই সপ্তাহের শুরুতে একটি গাড়ি বোমা হামলায় নিহত হন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন তালেবান কর্মকর্তা রয়েছেন।

আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিস্ফোরণের সময় মসজিদটিতে বাদাখশানের ডেপুটি গভর্নর নিসার আহমাদ আহমাদির অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল। নিসার আহমাদ গত মঙ্গলবার ফাইজাবাদে এক গাড়ি বোমা হামলায় প্রাণ হারিয়েছেন। ওই হামলায় নিসার আহমাদের গাড়িচালকও নিহত হন। আহত হন আরও ১০ জন।

আব্দুল নাফি বলেন, বৃহস্পতিবারের বিস্ফোরণে তালেবানের নিয়োগ করা স্থানীয় একজন সাবেক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। মসজিদে হামলা চালিয়ে ১১ জনের প্রাণহানির ঘটনায় নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। তিনি এ ঘটনাকে ‘সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন।

আন্তর্জাতিক থেকে আরও


Link copied