সৌদিতে বাস দূর্ঘটনা : নিহত বাংলাদেশি ৮ হজযাত্রীর পরিচয়

Anweshan Desk

Anweshan Desk

২৮ মার্চ ২০২৩, ২৩:৪৬ পিএম


সৌদিতে বাস দূর্ঘটনা : নিহত বাংলাদেশি ৮ হজযাত্রীর পরিচয়

সৌদি আরবে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত ২৪ জনের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে জানিয়েছেন সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস। জেদ্দা থেকে ৬০০ কিলোমিটার দূরে একটি বাসে করে যাওয়ার পথে ব্রেকফেল হয়ে বাস উল্টে আগুন ধরে যায়। ওই বাসে ৪৭ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৩৫ জনই বাংলাদেশি।

মঙ্গলবার (২৮ মার্চ) এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন জানান, আহত ১৮ জন বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মোট মৃতের সংখ্যা ২২ জন বলে সৌদি আরব থেকে জানা গেছে। তাদের মধ্যে ৮ জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। বাকিদের বিষয়ে তথ্য অনুসন্ধান চলমান।”

একটি সূত্র জানায়, খাদে পড়ে যাওয়ার কারণে মৃতদেহগুলোর চেহারা বিকৃত হয়ে গেছে। ফলে মরদেহের পরিচয় নিশ্চিত করতে সমস্যা হচ্ছে। তবে মৃতদের মধ্যে ৮ জন বাংলাদেশী নাগরিককে ইতিমধ্যে চিহ্নিত করা গিয়েছে। তাদের নাম ও পরিচয় জানা গিয়েছে।

নিহতরা হলেন:

১। শহিদুল ইসলাম পিতাঃ মোঃ শরিয়ত উল্লাহ, সেনবাগ, নোয়াখালী।

২। মামুন মিয়া পিতাঃ আব্দুল আওয়াল, মুরাদনগর, কুমিল্লা।

৩। মোহাম্মদ হেলাল, নোয়াখালী।

৪। সবুজ হোসাইন, লক্ষ্মীপুর।

৫। রাসেল মোল্লা, মুরাদনগর কুমিল্লা।

৬। মোঃ আসিফ, মহেশখালী কক্সবাজার।

৭। মোঃ ইমাম হোসাইন রনি পিতাঃ আব্দুল লতিফ, টঙ্গী, গাজীপুর।

৮। রুক মিয়া পিতাঃ কালু মিয়া, চাঁদপুর।

স্বজনদেরকে প্রয়োজনে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের দুটো নম্বরে যোগাযোগ করতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নম্বর দুটি হল: প্রথম সচিব (শ্রম) মো. আরিফুজ্জামান- +966538643532 এবং কাউন্সেলর (শ্রম) কাজী এমদাদ- +966 55 302 6814.

আসির প্রদেশের ঘটনাটি ইসলামের পবিত্র শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যাচ্ছেন এবং হজের আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময়ে এ ঘটনা ঘটলো।


Link copied