জঙ্গি হামলায় কেঁপে উঠলো সোমালিয়ার রাজধানী : নিহত শতাধিক
৩০ অক্টোবর ২০২২, ২১:২৫ পিএম

জোড়া গাড়ি বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো সোমালিয়ার রাজধানী মোগাদিসু। হামলায় নিহত হয়েছেন শতাধিক, আহত হয়েছেন আরও ৩০০ জন। দেশটির রাজধানীর শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এ ঘটনা ঘটেছে।
রোববার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ এ তথ্য জানান। বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি।
তিনি বলেন, “নৃশংস ও কাপুরুষোচিত হামলা চালিয়েছে জঙ্গিরা। বিস্ফোরণে মহিলা ও শিশুদেরও মৃত্যু হয়েছে।” আহতদের যাবতীয় চিকিৎসার খরচ সরকার বহন করবে বলেও জানিয়েছেন তিনি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বয়ং প্রেসিডেন্ট মোহামুদ।
এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি । তবে এর জন্য জঙ্গিগোষ্ঠী আল শাবাবকে দোষারোপ করেছেন হাসান শেখ মাহমুদ।
তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মোগাদিসু ও এর আশপাশে জঙ্গিগোষ্ঠী আল শাবাব এ ধরনের অনেক হামলা চালিয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রথম বিস্ফোরণটি ঘটে মোগাদিসুতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে একটি ব্যস্ত এলাকায়। সেখানে আহত ও নিহতদের উদ্ধার করতে অ্যাম্বুলেন্স পৌঁছালে আরও একটি বিস্ফোরণ ঘটে।
এর আগে ২০১৭ সালে সোমালিয়ার সবচেয়ে বড় হামলাটি এই একই স্থানে হয়েছিল। এই বোমা হামলায় ৫০০ জনেরও প্রাণহানি হয়। একটি ব্যস্ত হোটেলের বাইরে একটি ট্রাক বোমার বিস্ফোরণ ঘটে এ হতাহতের ঘটনা ঘটেছিল।