কাবুলে মসজিদের গেইটে বোমা বিস্ফোরণ : নিহত ৭
২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:১৬ এএম

মসজিদের ছবি
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের কাছে শক্তিশালী বিস্ফোরণে সাতজন নিহত ও ৪০ জনের বেশি আহত হয়েছেন। মুসল্লিরা যখন মসজিদ থেক বের হয়ে আসছিলেন তখন বোমা বিস্ফোরিত হয়।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ওয়াজির মোহাম্মদ আকবর খান মসজিদের কাছে এই বিস্ফোরণ ঘটে।
সাম্প্রতিক মাসে শুক্রবার জুমার নামাজকে লক্ষ্য করে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটছে। এরমধ্যে কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। এছাড়াও প্রায় প্রতি মাসেই এমন বিস্ফোরণের ঘটনা ঘটছে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, মুসল্লিরা যখন মসজিদ থেক বের হয়ে আসছিলেন তখন এই বিস্ফোরণ ঘটে। হতাহতদের সবাই বেসামরিক লোক বলে জানান তিনি।
এ সময় তিনি শিশুসহ সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া এতে ৪১ জন আহত হয়েছেন বলেও জানান।