ট্যুরিস্ট ভিসায় গিয়ে ‘ধর্ম প্রচারের অভিযোগে আসামে গ্রেপ্তার ১৭ বাংলাদেশি মুসলিম

Anweshan Desk

অন্বেষণ ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৯ পিএম


ট্যুরিস্ট ভিসায় গিয়ে ‘ধর্ম প্রচারের অভিযোগে আসামে গ্রেপ্তার ১৭ বাংলাদেশি মুসলিম

ট্যুরিস্ট ভিসায় ধর্ম প্রচার আসামে গ্রেফতার ১৭ বাংলাদেশী

ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশ। তারপর শুরু হয় ধর্ম প্রচার। এমনই এক নিয়ম বহির্ভূত অভিযোগে ভারতের আসাম থেকে ১৭ জন বাংলাদেশি সন্দেহভাজন মুসলিম সম্প্রদায়ের মানুষ গ্রেপ্তার করেছে আসাম পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেমবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আসামের বিশ্বনাথ জেলার গিংগিয়া অঞ্চলের প্রত্যন্ত বাঘমারি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামে যাওয়ার আগে তারা রাজস্থানের আজমির শরিফ পরিদর্শন করেছেন।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা জানিয়েছে, ওই দলের নেতৃত্বে আছেন সৈয়দ আশরাফুল আলম নামে এক ব্যক্তি। আমরা তাকে গত আগস্টেও ধর্মীয় প্রচারের বিরুদ্ধে সতর্ক করেছিলাম। কেননা ট্যুরিস্ট ভিসায় এই ধরনের কর্মকাণ্ড করার সুযোগ নেই।

তবে অভিযোগ অস্বীকার করে দলটির নেতা আশরাফুল বলেছেন, “ওই এলাকায় তাদের আত্মীয়স্বজন রয়েছে এবং তারা তাদের বাড়িতে বেড়াতে গেছেন।”


Link copied