তুরস্কে পপতারকা গ্রেফতার অভিযোগ মাদ্রাসা নিয়ে কটুক্তি
২৭ অগাস্ট ২০২২, ১৪:৫৩ পিএম

মাদ্রাসা কটুক্তির দায়ে তুরস্কের পপ তারকা গ্রেফতার
মাদ্রাসা নিয়ে কটূক্তি করার অভিযোগে তুরস্কে এক পপতারকাকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। আর এর জেরেই ভিন্ন মতাদর্শীদের দমন করার অভিযোগে সমালোচনার ঝড় উঠেছে সে দেশের সরকারের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) পপতারকা গুলসেনকে ঘৃণা ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে আদালতে নেয়া হলে একজন বিচারক তাকে তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন। এপ্রিল মাসে একটি কনসার্টে ইমাম হাতিপ মাদ্রাসা নিয়ে মন্তব্যের জন্য এই তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে জানা যায়। সেখানে তিনি বলেছিলেন, কয়েক বছর ধরে কাজ করা সহকর্মীদের সঙ্গে আমি একটি কৌতুক বলেছি, যারা সমাজকে বিভক্ত করতে চায় তারা এটি প্রকাশ করেছে।
গুলসেনের বিরুদ্ধে আপিল করে অবিলম্বে তার মুক্তি চাওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তার আইনজীবী এমেক এমরে।