ইসলামি সন্ত্রাসবাদের শিকার রুশদি, আততায়ী হাদী মাতার শিয়া চরমপন্থার অনুসারী

Anweshan Desk

আন্তর্জাতিক ডেস্ক

১৩ অগাস্ট ২০২২, ১৬:৩০ পিএম


ইসলামি সন্ত্রাসবাদের শিকার রুশদি, আততায়ী হাদী মাতার শিয়া চরমপন্থার অনুসারী

যুক্তরাষ্ট্রের পশ্চিম নিউইয়র্কের শাটাকোয়া ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে  সালমান রুশদীর ওপর হামলাকারী সন্ত্রাসীর পরিচয় মিলেছে। 

 

প্রাথমিক তদন্তে নিউ ইয়র্ক পুলিশ জানতে পেরেছে , ইসলাম ধর্মাবলম্বী হাদি শিয়া সম্প্রদায়ের। জন্ম ক্যালিফোর্নিয়ায় হলেও আদতে ইরানি বংশোদ্ভূত। শিয়া কট্টরপন্থায় বিশ্বাসী হাদির আনুগত্য রয়েছে ইরানের ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’-এর প্রতি। তবে তিনি সরাসরি কোনও কট্টরপন্থী সংগঠনের সদস্য কি না, তা এখনও জানা যায়নি। প্রসঙ্গত, বিতর্কিত উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ লেখার পর ১৯৮৯ সালে রুশদিকে হত্যা করার ফতোয়া জারি করেছিলো ইরানের শীর্ষ উগ্রপন্থী ধর্মীয় নেতা আয়াতোল্লা খোমেইনি। হত্যাকারীকে তিন মিলিয়ন ডলার পুরষ্কার দেয়ার ঘোষণা দিয়েছিলো সে। 

প্রাথমিক ভাবে পুলিশের ধারণা হাদি এ ক্ষেত্রে ‘লোন উল‌্‌ফ’। একাই রুশদিকে খুনের পরিকল্পনা করেছিলো সে। তা কার্যকর করার দায়িত্বও একাই নিজের কাঁধে তুলে নিয়েছিলো। রুশদির অনুষ্ঠানের প্রবেশপত্র তিনি কী ভাবে জোগাড় করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধার হওয়া প্রবেশপত্রটি ছিল ফেয়ারভিউর একটি ঠিকানার। ম্যানহাটন থেকে হাডসন নদী পেরিয়ে ওই ছোট শহরের হাদির সর্বশেষ ঠিকানা ছিল বলে পুলিশের দাবি।

শুক্রবার রাতে হাদির ঠিকানায় তল্লাশিতে গিয়েছিল আমেরিকার গোয়েন্দাসংস্থা এফবিআই। সেখানে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে বলে প্রকাশিত কয়েকটি খবরে দাবি। হাদি ভুয়ো নথিপত্রের সাহায্যে ড্রাইভিং লাইসেন্স নিয়েছিলেন বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

 


Link copied