অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণেই মিরপুরে ৪ জনের অপমৃত্যু
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৩ পিএম
বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার জনের মৃত্যু হয়েছে রাজধানীতে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুর কমার্স কলেজের পাশে ঝিলপাড় বস্তির বিপরীতে বিদ্যুৎস্পৃষ্টে এই চার জনের প্রাণ যায়। এরপরই বিদ্যুতের অবৈধ সংযোগের বিষয়টি উঠে এসেছে।
জানা গেছে, এই দুর্ঘটনার সঙ্গে মিরপুর ২ নম্বরে ডুইপ আবাসিক এলাকার বি ব্লকের ২ নম্বর লেনের একাধিক ট্রান্সফরমার থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার যোগসূত্র থাকতে পারে। অবৈধ সংযোগদানকারীদের পক্ষে ভুক্তভোগী দুই পরিবারকে ১০ লাখ টাকা দিয়ে বিষয়টি দফারফার প্রস্তাবও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঝিলপাড় বস্তি থেকে পাশেই আত্মীয়ের বাড়িতে রাতের খাবার খেতে যাওয়ার সময় পরিবারের চার সদস্য জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ঘটনাস্থলে স্বামী মিজান, স্ত্রী মুক্তা, সাত বছর বয়সী লিনার মৃত্যু হয়। পানিতে পড়ে গিয়েও বেঁচে যায় তাদের আরেক সন্তান ছয় মাস বয়সি হোসাইন। তাদের বাঁচাতে এগিয়ে এসে মারা যান রিকশাচালক অনিক।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনসহ সংশ্লিষ্টদের ম্যানেজ করে এভাবেই বছরের পর বছর অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে বস্তিবাসীর কাছ থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে। অবৈধ এসব বিদ্যুৎ সংযোগের বিষয়ে সবাই অবগত, কিন্তু প্রকাশ্যে কেউ মুখ খোলে না। পুলিশ বিদ্যুৎ বিভাগের লোক এলে শুধু অভিযানে সংযোগগুলো বিছিন্ন করে দেওয়া হয়। তারপর আর কিছুই দেখা হয় না। বিচ্ছিন্ন করে দেওয়ার সঙ্গে সঙ্গেই লাইনগুলো আবার জোড়া লেগে যায়। এসব বিষয়ে কেউ কথা বলতে গেলে তাদেরও নানাভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন বস্তিবাসীরা।