পূজায় মেয়ের ডিউটি : বাবাকে মসজিদ থেকে বের করে দেয় মুসল্লীরা

Anweshan Desk

Anweshan Desk

০৯ অক্টোবর ২০২২, ০১:৩৪ এএম


পূজায় মেয়ের ডিউটি : বাবাকে মসজিদ থেকে বের করে দেয় মুসল্লীরা

মেয়ে দুর্গাপূজায় নিরাপত্তাকর্মীর দায়িত্বপালন করায় জুমার নামাজ পড়তে যাওয়া তার বাবাকে মসজিদ থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি জামে মসজিদের মুসল্লিদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি গ্রামে। 
শুক্রবার বিকেলে লালমনিরহাট সদর থানায় এ অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. নুরু মিয়া। তার মেয়ে নুর ভানু বেগম আনসার ভিডিপির সদস্য হিসেবে পূজায় দায়িত্বপালন করেন। 

থানার ওসি মো. এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, নুর ভানু বেগম দীর্ঘদিন ধরে ভিডিপির সদস্য হিসেবে কাজ করছেন। এবার দুর্গাপূজাতেও দায়িত্ব পালন করেন তিনি।

শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে যান নুর ভানু বেগমের বাবা। এ সময় তাকে নামাজ পড়তে না দিয়ে মসজিদ থেকে বের করে দেন মুসল্লিরা। তারা বলেন, তোমার মেয়ে দুর্গাপূজার ডিউটি করেছে। তোমাকে এ মসজিদে নামাজ পড়তে দেয়া হবে না।এ অবস্থায় অন্য একটি মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন নুরু মিয়া।

এ ঘটনায় সন্ধ্যার দিকে লালমনিরহাট সদর থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দেন নুরু।
এ বিষয়ে ওসি বলেন, ‘মসজিদ থেকে বের করে দেয়ার একটি অভিযোগ পেলাম। আগামীকাল সকালে পুলিশ পাঠাবো। বিষয়টি তদন্ত করে প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’


Link copied