সুন্নতে খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু

Anweshan Desk

Anweshan Desk

০৮ জানুয়ারী ২০২৪, ১৯:৩১ পিএম


সুন্নতে খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যু

ছবি : শিশু আয়ান

রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ানকে (৫) আর বাঁচানো গেল না। সন্তান হারানোর শোকে পাগলপ্রায় বাবা-মা। তাদের অভিযোগ, ইর্ন্টার্ন চিকিৎসক দিয়ে সুন্নতে খতনার সময় অতিরিক্ত অ্যানেসথেশিয়া দেয়ায় ঘটেছে এ ঘটনা।

টানা সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার (৭ জানুয়ারি) মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এর পূর্বে ৩১ ডিসেম্বর আনন্দ নিয়েই রাজধানীর সাতারকুল ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। অনুমতি ছাড়াই ফুল অ্যানেসথিসিয়া দিয়ে সুন্নতে খাতনা করান চিকিৎসক। এরপর আর জ্ঞান ফেরেনি তার।

সন্তান হারানোর শোকে পাগলপ্রায় আয়ানের মা।

স্বজনরা জানান, আয়ানের সুন্নতে খাতনার দিন অপারেশন থিয়েটারে মূলত ওই মেডিকেল কলেজের ৪০ থেকে ৫০ জন ইন্টার্ন চিকিৎসক ভেতরে ছিলেন।

আয়ানের বাবা শামীম আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক আমাদের ডেকে বলেন যে দুনিয়াতে আয়ান আর নেই। আয়ানের শরীর থেকে লাইফ সার্পোটের সবকিছু খুলে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা হাসপাতালের বিরুদ্ধে মামলা করব।’

আয়ানের বাবার নাম শামীম আহমেদ। তিনি কনকর্ড গ্রুপের সেলস বিভাগের কর্মকর্তা হিসেবে আছেন। আর আয়ান জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে নার্সারিতে পড়তো।


Link copied