প্রথমবারের মতো ইজরায়েলের মন্ত্রীর সৌদিতে সফর

Anweshan Desk

Anweshan Desk

২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২০ পিএম


প্রথমবারের মতো ইজরায়েলের মন্ত্রীর সৌদিতে সফর

জাতিসংঘের বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সম্মেলনে যোগ দিতে সৌদি আরব গেছেন ইসরায়েলের পর্যটনমন্ত্রী হাইম কাৎজ। গতকাল মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে পৌঁছান তিনি। এটি ইসরায়েলি মন্ত্রিসভার কোনো সদস্যের সৌদিতে প্রথম সফর। ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরা’র। 

দুই দিনের এই সফরে হাইম কাৎজের সঙ্গে ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল রয়েছে। এই সফর জাতিসংঘের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি আনুষ্ঠানিক ক্ষেত্র তৈরি করছে। 

এক বিবৃতিতে হাইম কাৎজ বলেছেন, পর্যটন দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধ অর্জন সম্ভব। তিনি আরও বলেন, ‘ইসরায়েলের হয়ে পর্যটন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আমি কাজ করব।’

এমন এক সময় হাইম কাটজ সৌদি সফর করছেন যখন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও বলেছেন আমরা শান্তি চুক্তির দ্বারপ্রান্তে রয়েছি।

সম্প্রতি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের মিত্র ইসরায়েল ও সৌদি আরবকে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার অনুরোধ করেছে। এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর সঙ্গে সম্প্রতি ইসরায়েলের কূটনৈতিক সম্পর্কেরও উদাহরণ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে  যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগের সমালোচনা করেছে ফিলিস্তিন। তাদের অভিযোগ, এর মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

মানবাধিকার থেকে আরও


Link copied