পাকিস্তানে চলন্ত ট্রেনে বোমা বিস্ফোরণ : নিহত ২
১৬ ফেব্রুয়ারী ২০২৩, ২১:১৮ পিএম
-preview.jpg)
পাকিস্তানে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৯ জন। খবর ডনের।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ঘটে এ ঘটনা। জাফর এক্সপ্রেস নামে যাত্রীবাহী ট্রেনটি রাওয়ালপিন্ডি থেকে কোয়েতা যাওয়ার পথে চিচাওয়াতনি জেলায় পৌঁছালে এ বিস্ফোরণ ঘটে।
কর্তৃপক্ষ বলছে, বিস্ফোরণটি ঘটেছে বগির একটি শৌচাগারে। তবে ঠিক কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করা যায়নি। পাকিস্তান রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সংশ্লিষ্টরা এরই মধ্যে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছেন। আপাতত ওই অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে এটি কোনো জঙ্গি হামলা কিনা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। বিষয়টির তদন্ত করছে পুলিশ।
মুলতানের ডেপুটি সুপারিনটেনডেন্ট হাম্মাদ হাসান দ্য ডনকে বলেন, কাউন্টার টেররিজম বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং আলামত সংগ্রহ করছে।
তিনি আরও বলেন, আমরা নতুন তথ্য পাওয়ার সাথে সাথেই মিডিয়ার সাথে শেয়ার করব। রেলওয়ে হামলার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি এবং পুলিশের তদন্তও চলছে।
এর আগে, গত জানুয়ারিতেও পাকিস্তানে একটি ট্রেনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় কারো প্রাণহানি না হলেও আহত হন ৮ জন।