চার দিনের সফরে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার

Anweshan Desk

মানবাধিকার ডেস্ক

১৪ অগাস্ট ২০২২, ১৫:৫২ পিএম


চার দিনের সফরে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার

চারদিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলে ।  রোববার (১৪ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।  

 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কোনো হাই কমিশনারের এটাই প্রথম বাংলাদেশ সফর।

সফরকালে,  সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশন, যুব প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং অ্যাকাডেমিশিয়ানদের সঙ্গে মতবিনিময় করবেন মিশেল ব্যাশেলে ।

১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘরে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে থাকা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করার কথাও রয়েছে জাতিসংঘের মানবাধিকার প্রধানের।

এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাত করার কথা রয়েছে।

২০১৮ সালের অগাস্ট থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানের দায়িত্বে আছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলে।


Link copied