মানিকগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার : শিক্ষক কারাগারে

Anweshan Desk

Anweshan Desk

২২ ডিসেম্বর ২০২৩, ২১:৪৭ পিএম


মানিকগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার : শিক্ষক কারাগারে

পুলিশের হাতে গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক জাহাঙ্গীর আলম

মানিকগঞ্জ শহরের আল হেরা ইন্টারন্যাশনাল মাদরাসায় হেফজ বিভাগের এক ছাত্রকে বলৎকারের অভিযোগে জাহাঙ্গীর আলম (২৪) নামক এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুরে ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

ভুক্তভোগীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী আবাসিকে থেকে পড়াশোনার করে। ফলে ওই হুজুর তাকে মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রুমের বাইরে ডেকে নেয়।  পরে কার্টুন দেখানো অবস্থায় মাদরাসার  চতুর্থ তলায় নিয়ে ওই শিশুকে জাহাঙ্গীর আলম জোরপূর্বক বলৎকার করে। এতে শিশুটি কান্নাকাটি করলে জাহাঙ্গীর ঘটনার বিষয়টি কাউকে না বলতে ভয়ভীতি দেখায়। আজ সকালে ওই শিশুটি বাড়িতে গিয়ে ব্যথায় কান্না করতে থাকে। পরে শিশুর মা জিজ্ঞেস করলে ঘটনা বিস্তারিত বলে দেয়। 

ওই মাদ্রাসা শিক্ষার্থীর মা জানান, তার ছেলে বাড়িতে এসে কান্না করার একপর্যায়ে তিনি সব জানতে পারেন। পরে থানায় গিয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, এ ঘটনায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Link copied