আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায়

Anweshan Desk

Anweshan Desk

১৫ নভেম্বর ২০২৩, ১০:৪৮ এএম


আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা আজ সন্ধ্যায়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ বুধবার সন্ধ্যায়। জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এই তফসিল ঘোষণা করবেন।

ছবি: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাঙ্গীর আলম বুধবার সকাল ১০টার দিকে কমিশনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি জানান, বিকেল ৫টায় ২৬তম কমিশন সভা হবে, সেই সভায় তফসিল চূড়ান্ত হবে। এর পর সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার জাতীর উদ্দেশে বিটিভি ও বাংলাদেশ বেতারে সরসরি ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন।

জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন কমিশন মনে করে নির্বাচনের পরিবেশ আছে।

এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ে কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে।
 

নির্বাচনকালীন সরকার গঠনের মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হবে বলে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে বারবার জানানো হয়েছে। দলটি বলছে, ভোট হবে সংবিধান অনুযায়ী। নির্বাচনকালীন সরকারের প্রধান হবে প্রধানমন্ত্রী।

অন্যদিকে বিএনপি বলে আসছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা যাবে না । সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে দলটি। বিএনপি এ দাবিতে গত ২৯ অক্টোবর থেকে থেমে থেমে হরতাল-অবরোধ দিয়ে আসছে।

বাংলাদেশে একাদশ সংসদের মেয়াদ ২০২৪ সালের ২৯ জানুয়ারি শেষ হচ্ছে। সংবিধান অনুযায়ী এই সময়ের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।

 


Link copied