অনির্দিষ্টকালের জন্য শতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা
১১ নভেম্বর ২০২৩, ১৬:১৯ পিএম

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের জেরে আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল ৮টার দিকে আশুলিয়ার জামগড়া, ছয়তলা, বেরণ ও নরসিংহপুর এলাকায় গিয়ে কারখানা গুলোর সামনে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখা গেছে। এসময় অনেক কারখানার ফটকের সামনে কিছু শ্রমিকদের কাজে যোগ দিতে এসে বন্ধের নোটিশ দেখে ফিরে যায়।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে ও এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
নোটিশে বলা হয়েছে, বিগত কয়েকদিন ধরে মজুরি বৃদ্ধির দাবিতে বহিরাগত পোশাক শ্রমিকরা বে-আইনীভাবে কারখানার ভেতর ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর ও কাজ বন্ধ রাখাসহ কর্মস্থলে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করায় কারখানার উৎপাদন কাজ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়।
এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে ১১ নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করলো।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম জানান, এখন পর্যন্ত ১০০টিরও বেশি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার তথ্য পেয়েছি। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।