ময়মনসিংহে শিশু শিক্ষার্থীকে বলাৎকার : মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

Anweshan Desk

Anweshan Desk

০১ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৮ পিএম


ময়মনসিংহে শিশু শিক্ষার্থীকে বলাৎকার : মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

বলাৎকারের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক শাহাজালাল মৃধা

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি মাদ্রাসায় ১০ বছরের শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক শাহাজালাল মৃধাকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোরে নরসিংদী জেলার রায়পুর উপজেলার হাসনাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে গফরগাঁও থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ২৩ আগষ্ট গফরগাঁওয়ের রসুলপুর আমলীতলা বাজার দরুস সুন্নাহ ফাজিল ক্যাডেট মাদ্রাসার নাজরানা বিভাগে ঐ ছাত্র রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।

রাত আনুমানি সাড়ে এগারোটার দিকে মাদ্রাসার শিক্ষক শাহাজালাল ঐ ছাত্রকে বিছানায় ডেকে নিয়ে বলৎকার করে। এতে নির্যাতনের শিকার ছাত্র বাড়িতে গিয়ে তার বাবা মাকে ঘটনাটি জানালে শিক্ষক মাদ্রাসা থেকে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ছাত্রের বাবা সাব্বির ফকির বাদী হয়ে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জাতীয় থেকে আরও


Link copied