ধসে পড়লো জাবির নির্মাণাধীন মসজিদের ছাদ

Anweshan Desk

Anweshan Desk

১৯ অগাস্ট ২০২৩, ২৩:৫২ পিএম


ধসে পড়লো জাবির নির্মাণাধীন মসজিদের ছাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হল ও আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে পড়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার ১৯ আগস্ট সকাল ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

সরেজমিনে দেখা যায়, মসজিদটির ছাদের দক্ষিণ ও পশ্চিম অংশের সাইড শাটার পুরোপুরি ধসে পড়েছে। ফলে ছাদের ঢালাইকৃত অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ছাদ ধসে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। কাজের মান নিয়েও চরম সমালোচনা করেন অনেকেই। তবে কাজের মান বজায় রাখার ক্ষেত্রে কোন ফাঁকি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ফরমিলা আক্তার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দাইয়ান বিন শাহজাহান।

 

দাইয়ান বিন শাহজাহান বলেন, সর্বোচ্চ মান বজায় রেখে মসজিদের কাজ পরিচালনা করা হচ্ছে। টানা ১০ দিনের মতো বৃষ্টিতে ভিজে পানি জমে যাওয়ায় ধসের ঘটনা ঘটেছে। কাজের মধ্যে কোনরকম গাফিলতি ছিল না। তবে আমরা এখন ছাদের ঢালাইকৃত অংশ ভেঙে ও পুরো শাটারটি খুলে পুনরায় নতুন করে ছাদের কাজ শুরু করবো।

 

শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, নির্মাণ কাজের শুরুতে ছাদ ধসে পড়লে মান নিয়ে প্রশ্ন উঠতে পারে। আমিতো কোন বিশেষজ্ঞ নই। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কাজ করা উচিত।

 

আ ফ ম কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ ফিরোজ-উল হাসান বলেন, উপাচার্য স্যারসহ আমরা কয়েকজন ধসে পড়া ছাদ পরিদর্শন করেছি। টানা বৃষ্টির জন্য মূলত এই ঘটনা ঘটেছে। আমরা আবার নতুন করে কাজ শুরু করতে বলেছি।

 

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মো. আহসান হাবীব বলেন, কাজে গাফলতি করার কোন সুযোগ নেই। সর্বোচ্চ মান বজায় রাখার জন্য বলা হয়েছে। আমরা নির্মাণকারী প্রতিষ্ঠানকে পুনরায় নতুন করে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছি।

জাতীয় থেকে আরও


Link copied