লাশের পাশে চিরকুটে লেখা 'সে সমকামী, তাই তাকে মেরে ফেলছি'

Anweshan Desk

Anweshan Desk

২০ অগাস্ট ২০২৩, ২২:৩৭ পিএম


লাশের পাশে চিরকুটে লেখা 'সে সমকামী, তাই তাকে মেরে ফেলছি'

সাভারে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম গোলাম কিবরিয়া (৪৩)। তিনি সাভারের একটি স্কুলের সাবেক শিক্ষক। 

রোববার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের ভাটপাড়া কবরস্থান রোডের কবরস্থান মসজিদ-সংলগ্ন এলাকার নিজ বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত গোলাম কিবরিয়া ওই এলাকার মৃত শুকুর মুন্সির ছেলে ও স্থানীয় সাংবাদিক আপেল মাহমুদের ভাই। তিনি রেডিও কলোনি মডেল স্কুলের সাবেক শিক্ষক ছিলেন। কর্মজীবন শেষে তিনি বাসাতেই প্রাইভেট পড়াতেন। তিনি একাই ওই বাসায় থাকতেন বলে জানা গেছে। আজ দুপুরে ঘরের দরজায় গিয়ে স্থানীয়রা তার নিথর দেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহতের ঘরের মালামাল ওলট-পালট ও আলমারি খোলা ছিল।

মৃতদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। লাশের পাশে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘এই ব্যক্তি সমকামী করে, পুলিশ ভাই, আমরা তাই মেরে ফেলেছি। ভাই, ও অবৈধ কাজ করে...আমরা ইসলামের সৈনিক।’

পুলিশের ধারণা, হত্যাকাণ্ডটি পরিকল্পিত। অজ্ঞাত কারণে দুর্বৃত্তরা তাকে গামছা দিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে। পরে পুলিশ নিহতের মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সাভার থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা।

জাতীয় থেকে আরও


Link copied