স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্ত্রী : গ্রেপ্তার ৬

Anweshan Desk

Anweshan Desk

০৪ অগাস্ট ২০২৩, ২৩:৪০ পিএম


স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্ত্রী : গ্রেপ্তার ৬

টাঙ্গাইলের সখীপুরে স্বামীর সাথে বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ওই নারীর স্বামীকে আটকে রেখে তাকে ধর্ষণ করে।

পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। ইতোমধ্যে জড়িত সন্দেহে ওই এলাকার ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন হযরত আলীর ছেলে বুলবুল আহমেদ (২৪), ফরহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবুল(৩০), হযরত আলীর ছেলে লাবু মিয়া (২৬), গনি মিয়ার ছেলে আসিফ (২৩), আশরাফ আলীর ছেলে শফিক আহমেদ(২৫) এবং সমেশ আলীর মোজাম্মেল হক (৩০)।

মামলার এজাহারসূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে এক দম্পতি চাঁদেরহাট বিনোদন কেন্দ্রে ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে কচুয়া এলাকার হাজী চৌরাস্তায় পৌঁছালে ৭-৮ জন যুবক তাদের পথরোধ করেন।

সেখানে স্বামীকে মারধর করে ওই গৃহবধূকে পাশের গজারি বনে নিয়ে যান তারা। সেখানে তারা গৃহবধূর স্বামীকে গাছের সঙ্গে বেঁধে তাকে ধর্ষণ করেন। গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে তাকে ফেলে চলে যান তারা।

সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নির্যাতনের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

জাতীয় থেকে আরও


Link copied