শান্তি সমাবেশ শেষে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

Anweshan Desk

Anweshan Desk

২৮ জুলাই ২০২৩, ২২:৪৬ পিএম


শান্তি সমাবেশ শেষে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

শান্তি সমাবেশ শেষে ফেরার পথে গুলিস্তানে আওয়ামীলীগের ২ গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।

আহতরা হলেন- মো: আরিফুল (১৮), মো: জোবায়ের (১৮), মো: রনি (৩২) ও মো: মোবাশ্বের (১৮)।

এ ঘটনায় মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, গোলাপ শাহ মাজার এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা গেছেন।

তিনি আরো বলেন, এ ঘটনায় অন্য যারা আহত আছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে পুলিশ সদস্যরা আহতদের সাথে কথা বলার পর ঘটনার বিস্তারিত বলা যাবে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সন্ধ্যার পর গুলিস্তানে দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় একজনের লাশ হাসপাতালে এসেছে এবং চারজন আহত অবস্থায় এসেছে।

কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সৈকত হাসান বিপ্লব দ্য ডেইলি স্টারকে বলেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহীন আহমেদের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী কামরুল ইসলামের অনুসারীদের সমাবেশের মধ্যে হাতাহাতি হয়। সমাবেশ শেষে ফেরার পথে গোলাপ শাহ মাজারের কাছে শাহীনের অনুসারীদের ওপর হামলা হয়।

এর আগে, গত ১২ জুলাই আওয়ামী লীগের শান্তি সমাবেশের পরও কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল।


Link copied