মোসাদের সাথে ৩ দফা বৈঠক করেছেন ভিপি নুর : ফিলিস্তিন রাষ্ট্রদূত

Anweshan Desk

Anweshan Desk

২২ জুন ২০২৩, ২০:৩৭ পিএম


মোসাদের সাথে ৩ দফা বৈঠক করেছেন ভিপি নুর : ফিলিস্তিন রাষ্ট্রদূত

ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ রামাদান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের স‌ঙ্গে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর তিন দফায় বৈঠক করার ছবিসহ তথ্য প্রমাণ পেয়েছেন বলে দাবি করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। তিনি বলেছেন, কাতার, দুবাই ও ভারতে তিন দফা মোসাদের সঙ্গে বৈঠক করেছেন নূর।

 

ঢাকার ফিলিস্তিন দূতাবাসে বৃহস্পতিবার রোহিঙ্গাদের জন্য ওআইসির খাদ্য সহায়তা বিষয়ে অবহিত করতে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন রামাদান।

 

সম্প্রতি মোসাদের সঙ্গে ভিপি নুরের বৈঠক আলোচনায় রয়েছে কয়েকদিন ধরেই। গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া এর আগে অভিযোগ করেন যে, নুরুল হক নুর মোসাদের সঙ্গে বৈঠকে করেছেন।

 

ফিলিস্তিন রাষ্ট্রদূত বলেন, ‘নুরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের। আমাদের গোয়েন্দা সংস্থা থে‌কে আমরা বৈঠ‌কের ছ‌বি পে‌য়ে‌ছি। কাতার বিশ্বকাপের সময় (২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠেয়) বিষয়‌টি আমাদের নজরে আসে।‘

 

তিনি বলেন, ইসরাইল থেকে টাকা নেয়া মানুষ কখনও নেতা হতে পারে না। মোসাদ থেকে টাকা নেয়া কখনও বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর নয়।

 

মোসাদের সঙ্গে নুরের বৈঠকের খবর প্রথম প্রকাশ্যে আনেন গণঅধিকার পরিষদের নেতা রেজা কিবরিয়া। সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে গত সোমবার গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াকে সরিয়ে দেয়া হয়। ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে।

 

এরপরই নুরের বিরুদ্ধে অবৈধ লেনদেন ও মোসাদের সঙ্গে সম্পর্কসহ নানা অভিযোগ তোলেন রেজা কিবরিয়া। নুর ও রাশেদ খানকে গণঅধিকার পরিষদ থেকে সরানোর ঘোষণা দেন তিনি। ভারপ্রাপ্ত সদস্যসচিব করা হয় হাসান আল মামুন।

 

এর আগেও নুরের সঙ্গে গুপ্তচর সংস্থা মোসাদের বৈঠক করার অভিযোগ ওঠে। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকা মোসাদের সঙ্গে নুরের বৈঠক নিয়ে গত জানুয়ারিতে সংসদে তদন্তের দাবি তোলেন এক সংসদ সদস্য।

 

এদিন ওআইসির সদস্য দেশগুলোর যৌথ উদ্যোগে ১৯ দেশের পক্ষ থেকে রোহিঙ্গাদের প্রায় ৭০ টন খাদ্য সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন।

 

এ সময় ইউসুফ রামাদান বলেন, রোহিঙ্গাদের অবস্থা বিবেচনা করে তাদের পাশে থাকবে ওআইসি। ওআইসির দেশগুলোর প্রত্যাশা, শিগগিরই রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক।


Link copied