মঙ্গল শোভাযাত্রা বন্ধে আইনি নোটিশের বিরুদ্ধে কানাডিয়ান প্রবাসীদের প্রতিবাদ

Anweshan Desk

Anweshan Desk

১০ এপ্রিল ২০২৩, ১৪:৩৪ পিএম


মঙ্গল শোভাযাত্রা বন্ধে আইনি নোটিশের বিরুদ্ধে কানাডিয়ান প্রবাসীদের প্রতিবাদ

আসন্ন পহেলা বৈশাখ ও বাংলা বর্ষবরণ উৎসবে মঙ্গল শোভাযাত্রা বন্ধে আইনি নোটিশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে কানাডায় ১০ বিশিষ্ট বাংলাদেশি কানাডা প্রবাসী। সম্প্রীতির মেলবন্ধন এবং ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা বন্ধে পাঠানো  নোটিশের প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করছেন তারা।

তারা হলেন-ছড়াকার লুৎফর রহমান রিটন, কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, ভাষাবিজ্ঞানী ড. শিশির ভট্টাচার্য্য, চিত্রশিল্পী রাকীব হাসান, কথাশিল্পী নাহার মনিকা, সাংবাদিক সুমন রহমান, শহিদুল হক মিন্টু, মাহবুব ওসমানী, সুব্রত নন্দী ও জর্জ রয়।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, এই নোটিশ আবহমান বাংলার ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। একই সঙ্গে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার সর্বজনীন উৎসবে আঘাত হানা। যা পাকিস্তানি প্রেত্মাতার ছায়া প্রতিফলন। তাই তারা এই উদ্দেশ্যপ্রণোদিত নোটিশের নিন্দা এবং প্রতিবাদ করেছে।

প্রতিবারের মতো এবারও আগামী ১৬ এপ্রিল (রোববার) টরন্টোর ডেনফোর্থের বাংলাপাড়ায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এতে প্রবাসী বাংলাদেশিদের শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য আহ্বান জনান তারা।

জাতীয় থেকে আরও


Link copied