কক্সবাজারে অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে ৩ রোহিঙ্গার মৃত্যু
২৯ মার্চ ২০২৩, ১৬:১২ পিএম

নিহত রোহিঙ্গাদের উদ্ধার করা হচ্ছে
কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটি ধসে তিন জন নিহত হয়েছেন। নিহতরা রোহিঙ্গা শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, লম্বাসিয়া শরণার্থী শিবিরের মৃত মোহাম্মদ ওয়ারেসের ছেলে সৈয়দ আকবর ও মৃত আব্দুল মতলবের জাহিদ হোসেন এবং ময়নারঘোনা শরণার্থী শিবিরের সুলতান আহমদের ছেলে নূর কবির।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, আজ বুধবার ভোরে উখিয় সদরের মুহুরিপাড়া এলাকায় একদল রোহিঙ্গা অবৈধভাবে বনবিভাগের পাহাড় কাটছিল। এক পর্যায় পাহাড়ের একটি বিশাল অংশ তাদের ওপর ভেঙে পড়ে। এতে তাৎক্ষণিক এক রোহিঙ্গার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস আরও একজনের মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে, আরও একজন মাটি চাপা পড়ে আছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

ঘটনার পর থেকে পাহাড় কাটায় জড়িতরা আত্মগোপনে রয়েছে। ফলে আর কেউ নিখোঁজ আছে কি না জানা যাচ্ছে না।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাও ঘটনাস্থলে রয়েছেন বলে ওসি জানান।
ওসি বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।