ফেনীতে উভয়লিঙ্গ নিয়ে শিশুর জন্ম

Anweshan Desk

Anweshan Desk

১৮ ফেব্রুয়ারী ২০২৩, ১০:১২ এএম


ফেনীতে উভয়লিঙ্গ নিয়ে শিশুর জন্ম

ফেনীর ছাগলনাইয়াতে উভয়লিঙ্গ নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। এই ঘটনায় মূহুর্তেই পরিবেশ তৈরি হয় এলাকা ও হাসপাতাল জুড়ে।

শুক্রবার সকালে ফেনী জেনারেল হাসপাতালে ওই শিশুর জন্ম হয় বলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফ ইকবাল জানিয়েছেন।

ফেনী জেনারেল হাসপাতালে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম জানান, প্রসব যন্ত্রণা নিয়ে ছাগলনাইয়া উপজেলার এক নারী শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্বাভাবিক প্রসবের প্রস্তুতি নেওয়া হয়।

ভূমিষ্ট হলে ওই নবজাতকের মধ্যে পুরুষ ও স্ত্রী উভয়লিঙ্গের বৈশিষ্ট্য দেখা যায়।

ফাতেমা আরও জানান, জন্মের পর থেকে মা ও নবজাতক সুস্থ আছে। চিকিৎসকরা তাদের হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন।

মেডিকেল এসিস্ট্যান্ট সরোয়ার হোসেন জানান, শিশুটি পুরুষ-স্ত্রী উভয় লিঙ্গের মত অর্গান নিয়ে জন্ম নিয়েছে। বর্তমানে মা-সন্তান দুজনই সুস্থ আছেন।

এই হাসপাতালের আরএমও ডা. আসিফ ইকবাল বলেন, শিশুটির উভয়লিঙ্গ হওয়াটা জন্মগত ত্রুটি। উন্নত শৈল্য চিকিৎসায় এ ত্রুটি সারানো যেতে পারে।

এমন ঘটনা আগেও ঘটেছে জানিয়ে তিনি বলেন, “আমরা আপাতত নবজাতক ও মাকে হাসপাতালে ভর্তি রেখেছি। প্রসব পরবর্তী উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।”

জাতীয় থেকে আরও


Link copied