ভাঙ্গায় দুই মন্দিরের প্রতিমা ভাঙচুর

Anweshan Desk

জাতীয় ডেস্ক

০৭ জুন ২০২২, ২০:৪৯ পিএম


ভাঙ্গায় দুই মন্দিরের প্রতিমা ভাঙচুর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাতের আঁধারে দুটি মন্দিরের  প্রতিমা  ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  

 

গত ৫ জুন রবিবার  মধ্যরাতে উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের সর্বজনীন দুর্গা মন্দির এবং মিত্রবাড়ি পারিবারিক মন্দিরের তালা ভেঙে প্রতিমায় আগুন দেয় ধর্মীয় উগ্রপন্থীরা। খবর পেয়ে  রাতেই ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই মন্দির দুটি অর্ধশত বছরের পুরনো।  

 মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, রবিবার রাতে তালা ভেঙে প্রায় ১ কিলোমিটার দূরে ভাঙ্গার হামিরদী ইউনিয়নের বড় হামিরদী গ্রামের সড়কে মিত্রবাড়ি মন্দিরের কালী প্রতিমা ও দুর্গা মন্দিরের সরস্বতী প্রতিমা ফেলে রাখে দুর্বৃত্তরা। এ সময় প্রতিমাগুলো ভাঙচুর করে আগুন দেওয়া হয়।  

জান্দী গ্রামের সর্বজনীন  দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক মনোজ কুমার দাস বলেন, “মন্দিরের তালা ভেঙে প্রতিমা নিয়ে যাওয়ার ঘটনাটি আমরা জানতাম না। রাত দুইটার দিকে পুলিশ এসে আমাদেরকে জানানোর পর মন্দিরে গিয়ে দেখি শিব, রামকৃষ্ণ ও সরস্বতী প্রতিমা নেই। পাশাপাশি মিত্র বাড়ি মন্দিরের কালী প্রতিমা নেই।”

মিত্রবাড়ি মন্দির কমিটির মৃণাল মিত্র বলেন,  "দেশে অস্থতিশীল পরিবেশ সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”  

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, “রাতে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের প্রতি আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, “মন্দির দুটির তালা ভেঙে প্রতিমাগুলো নিয়ে রাস্তায় ফেলে দিয়েছে ও একটি প্রতিমায় আগুন দিয়েছে। পুলিশ সুপার মো. আলিমুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে দোষীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা হবে।”


Link copied