ফেনীতে মাদ্রাসায় শিশুকে ধর্ষণ : শিক্ষক গ্রেপ্তার
২৭ সেপ্টেম্বর ২০২২, ২৩:৫৪ পিএম

ধর্ষক ফখরুল ইসলাম
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দুরপুর গ্রামে মাদ্রাসার প্রথম শ্রেনীর এক শিশুকে ধর্ষনের অভিযোগে মাদরাসা শিক্ষক ফখরুল ইসলাম(২০) কে আটক করেছে মডেল থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দুরপুর বালিকা শাহী দারুল উলুম মাদরাসায়।
ধর্ষক ফখরুল ইসলাম বালিগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড়ের সুমির পাটোয়ারী বাড়ীর মো. হানিফের ছেলে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে। ভিকটিমের পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।