মাসা আমিনিকে কবর দেয়ার সময় প্রার্থনার অনুমতি দিতে অস্বীকার বাবার

Anweshan Desk

Anweshan Desk

২৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৫ পিএম


মাসা আমিনিকে কবর দেয়ার সময় প্রার্থনার অনুমতি দিতে অস্বীকার বাবার

মাহসা আমিনিকে কবর দেয়ার সময়  ইসলামী প্রার্থনার অনুমতি দিতে অস্বীকার করেছেন তার বাবা। তিনি মাহসার জন্য প্রার্থনারত মোল্লাকে বলেছেন: "আপনার ইসলাম তাকে নিন্দা করেছে, এখন আপনি তার জন্য প্রার্থনা করতে এসেছেন? আপনি কি নিজের জন্য লজ্জিত নন? আপনি তাকে ২টা চুল দেখা যাওয়ার কারণে হত্যা করেছেন! আপনার ইসলাম আপনার সাথে নিয়ে চলে যান।

 

ভিডিও : https://twitter.com/emilykschrader/status/1572289819090325508?s=46&t=URUbyo8CsBKCGsrEvzlOIw

 

সম্প্রতি ইরানে সঠিকভাবে হিজাব না পরার অভিযোগে মাহসা আমিনী নামক এক তরুণীকে জেলে নিয়ে নির্যাতন করে হত্যা করা হয়। শুধু মাহসা আমিনীই নয়,   ইরানের প্রতিদিন অনেক নারী হিজাব না পরা বা সঠিকভাবে হিজাব না পরার কারণে পুলিশি নির্যাতন এবং কারাবন্দী হন। ইরানে এটি নিত্যদিনের ঘটনা।

 

শুধু তাই নয়, ইরান ইন্টারন্যাশনাল ইংলিশ থেকে জানা যায়  মাহসা আমিনীর খবর প্রচার করায় ইরানে কয়েকটি মিডিয়ার লাইসেন্স বাতিল করা হয়েছে এবং এসম্পর্কিত নিউজ না করতে সর্বোচ্চ চাপ সৃষ্টি করা হয়েছে। এছাড়াও, ইরানে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেয়া হয়েছে।

 

বিক্ষোভে ফুঁসে উঠেছে ইরানের জনগণ। হিজাব পুড়িয়ে এবং চুল কেটে আন্দোলন করছে নারীরা। এখন পর্যন্ত ৪০ জনের বেশি মানুষকে  হত্যা করেছে দেশটির পুলিশ।

জাতীয় থেকে আরও


Link copied