ফরিদপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ কারাগারে

Anweshan Desk

অন্বেষণ ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৩ পিএম


ফরিদপুরে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ কারাগারে

বলাৎকারের অভিযোগে মাদ্রাসা অদ্যক্ষ গ্রেফতার

মাদ্রাসায় ছাত্র বলাৎকারের অভিযোগে  ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাদরাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার আরিফ বিল্লা আলফাডাঙ্গা উপজেলার শিকাপুর গ্রামের বাসিন্দা। তিনি বারাংকুলা এমদাদিয়া কাশেমউলুম কওমি মাদরাসার অধ্যক্ষ এবং দিঘিরপাড় জামে মসজিদদের ইমাম।

এর আগে ভোরে আরিফ বিল্লাহকে দিঘিরপাড় এলাকা থেকে গ্রেফতার করে বোয়ালমারী থানা  পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল রমজান মাসে সেহরি খেয়ে দিঘিরপাড় জামে মসজিদের ভেতরে ওই ছাত্রকে বলৎকার করেন মাদরাসার অধ্যক্ষ আরিফ বিল্লা। তার কয়েক মাস পর ১ আগস্ট রাতে মসজিদে নিয়ে আবারও বলৎকার করেন তিনি। ঘটনার পর ছাত্র মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়। সম্প্রতি বিষয়টি জানাজানি হয় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জাগো নিউজকে বলেন, মাদরাসাছাত্রকে বলৎকারের ঘটনায় ওই ছাত্রের বাবা বাদী হয়ে রোববার থানায় একটি মামলা করেন। মামলার পর আসামিকে গ্রেফতার করে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Link copied