বলাৎকারের অভিযোগে ২ মাদ্রাসাছাত্র আটক

Anweshan Desk

Riaj Sohel

২৭ অগাস্ট ২০২২, ১১:১৫ এএম


বলাৎকারের অভিযোগে ২ মাদ্রাসাছাত্র আটক

মাদ্রাসায় শিশু বলাৎকার

যশোর শহরের পালবাড়ি জামিয়াতু সুফফাহ মাদ্রাসার ৩ ছাত্রের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় জানা যাচ্ছে যে এক ছাত্রকে বলাৎকারের  অভিযোগে ঐ একই মাদ্রাসার ২ ছাত্রকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার গভীর রাতে যশোর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আনসারুল হক শহরের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করেন।

আটক ছাত্র আব্দুল গফুর (১৮) ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের আবির হোসেনের ছেলে ও রিয়াজুল ইসলাম (১৯) খুলনা জেলার পাইকগাছা উপজেলার ভবানীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে

প্রতিষ্ঠানটির পরিচালক শরিফ বিল্লাহ জানান, মাদ্রাসার হেফজখানার ওই ছাত্রকে গত শুক্রবার রাত ৯টার দিকে অন্য ৩ ছাত্র আব্দুল গফুর, রিয়াজুল ও জুবায়ের হাসান ৭ তলায় ডেকে নিয়ে যায়। তারপর ৩ জন মিলে ঐ একজন ছাত্রকে বলাৎকার করে। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তারা গভীর রাতে অভিযান চালিয়ে ২ ছাত্রকে আটক করেছে।যশোর কোতয়ালী থানার ওসি মনিরুজ্জামান বলেন, 'এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। অপর এক ছাত্র পলাতক রয়েছে। তবে, তাকে আটকের জোরদার অভিযান চলছে।'
 

জাতীয় থেকে আরও


Link copied