লক্ষ্মীপুরে স্কুল ছাত্রীকে ইভটিজিং এর দায়ে পঞ্চাশোর্ধ বয়স্ক ব্যক্তি কারাগারে
২১ অগাস্ট ২০২২, ১৫:২৪ পিএম

লক্ষ্মীপুরে স্কুল ছাত্রী উত্যক্তের দায়ে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি কারাগারে
লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে খোকন নামের পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় এই দণ্ডাদেশ দেন। লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার তিতাখাঁ জামে মসজিদ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গিয়ে তিনি এ আদেশ দেন।
এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ স্কুল ছাত্রী তার স্কুলের ক্লাস শেষে বাড়ি ফিরছিলেন, বাড়ির দিকে যাওয়ার পথে খোকন তাকে উত্যক্ত করেন। পরে যখন ঐ স্কুল ছাত্রী কান্নাকাটি শুরু করেন, তখন স্থানীয়রা খোকন নামের ঐ ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা আরো জানান, আটককৃত খোকন যখন তার দোষ স্বীকার করেন, তখন ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, খোকন তার অপরাধ স্বীকার করায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।