লক্ষ্মীপুরে স্কুল ছাত্রীকে ইভটিজিং এর দায়ে পঞ্চাশোর্ধ বয়স্ক ব্যক্তি কারাগারে

Anweshan Desk

জাতীয় ডেস্ক

২১ অগাস্ট ২০২২, ১৫:২৪ পিএম


লক্ষ্মীপুরে স্কুল ছাত্রীকে ইভটিজিং এর দায়ে পঞ্চাশোর্ধ বয়স্ক ব্যক্তি কারাগারে

লক্ষ্মীপুরে স্কুল ছাত্রী উত্যক্তের দায়ে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি কারাগারে

লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার দায়ে খোকন নামের পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় এই দণ্ডাদেশ দেন। লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার তিতাখাঁ জামে মসজিদ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গিয়ে তিনি এ আদেশ দেন।

এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, ঐ স্কুল ছাত্রী তার স্কুলের ক্লাস শেষে বাড়ি ফিরছিলেন, বাড়ির দিকে যাওয়ার পথে খোকন তাকে উত্যক্ত করেন। পরে যখন ঐ স্কুল ছাত্রী কান্নাকাটি শুরু করেন, তখন স্থানীয়রা খোকন নামের ঐ ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। 

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা আরো জানান, আটককৃত খোকন যখন তার দোষ স্বীকার করেন, তখন ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।

লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, খোকন তার অপরাধ স্বীকার করায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

জাতীয় থেকে আরও


Link copied