শরীয়তপুরে রোগীকে লাথি মেরে চিকিৎসকের দাবি, ‘ইসলামিক আইনে ঠিক আছে’

Anweshan Desk

জাতীয় ডেস্ক

১৫ অগাস্ট ২০২২, ২০:৩৭ পিএম


শরীয়তপুরে রোগীকে লাথি মেরে চিকিৎসকের দাবি, ‘ইসলামিক আইনে ঠিক আছে’

রোগীকে মারধর ও লাথি মারার অভিযোগ উঠেছে শরীয়তপুর সদর হাসপাতালের এক চিকিৎকের বিরুদ্ধে। ওই ঘটনার একটি ভিডিও  রোববার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

ভিডিওটিতে দেখা যায়, চিকিৎসা নিতে আসা এক রোগীকে এলোপাতাড়ি লাথি মারছেন শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আকরাম এলাহী। পা ধরে ক্ষমা চাওয়ার পরও ওই রোগীকে মারধর করেন চিকিৎসক।

এ বিষয়ে শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আকরাম এলাহী বলেন, ‘আমার অ্যাসিস্ট্যান্টের গায়ে হাত দিছে। তাই মারছি, এতে আমার কোনো দোষ নাই। ইসলামিক আইন অনুযায়ী ঠিক আছে।’

শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবহান বলেন, ‘ওই রোগী কোনো অভিযোগ করেনি। বিষয়টি মীমাংসা হয়ে গেছে।’


Link copied