নীলফামারীতে স্কুলের পরিত্যক্ত ঘর থেকে হিন্দু কলেজছাত্রের মরদেহ উদ্ধার

Anweshan Desk

জাতীয় ডেস্ক

১৪ অগাস্ট ২০২২, ১৮:০২ পিএম


নীলফামারীতে স্কুলের পরিত্যক্ত ঘর থেকে হিন্দু কলেজছাত্রের মরদেহ উদ্ধার

প্রসেনজিতের স্বজনদের আহাজারি

নীলফামারীতে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত শ্রেণিকক্ষ থেকে এক হিন্দু কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১৩ আগস্ট) সকালে জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত কলেজছাত্রের নাম প্রসেনজিৎ রায় (১৮)। সে ওই ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের প্রসুনাথ চন্দ্র রায়ের ছেলে এবং উত্তর চওড়া বড়গাছা কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

প্রসেনজিতের ভাই উত্তম কুমার রায় জানান, "শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যায় প্রসেনজিৎ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রাতে তাকে খোঁজ করে কোথাও পাওয়া যায়নি।"

তিনি আরো বলেন, "শনিবার সকালে বানিয়াপাড়ার সন্ন্যাসী মন্দিরে প্রসাদ খেয়ে ভক্তরা জল নিতে ওই স্কুলে যায়। গিয়ে দেখে স্কুলটির শ্রেণিকক্ষে একজনের মরদেহ ঝুলে আছে। পরে আমরা ভেতরে ঢুকে প্রসেনজিৎকে শনাক্ত করি।"  

এটা আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায় নি। 

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উন নবী বলেন, "মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ইউডি মামলা করা হয়েছে।" 


Link copied