পার্বতীপুরে রহস্যজনক আগুণে হিন্দু জেলের সব সম্বল পুড়ে ছাই

Anweshan Desk

জাতীয় ডেস্ক

১৩ অগাস্ট ২০২২, ১৪:৪৭ পিএম


পার্বতীপুরে রহস্যজনক আগুণে হিন্দু জেলের সব সম্বল পুড়ে ছাই

দিনাজপুরের পার্বতীপুরে রহস্যজনক অগ্নিকাণ্ডে এক অসহায় হিন্দু জেলের তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন মাথা গোঁজার ঠাঁইও নেই জেলে কাজল চন্দ্র রায়ের। স্ত্রী-সন্তান নিয়ে বাস করছেন খোলা আকাশের নিচে।   

 

ভুক্তভোগী কাজল চন্দ্র রায় জানান, আগুনে ঘর পুড়ে যাওয়ার সময় জীবিকার তাগিদে মাছ বিক্রির জন্য স্থানীয় জমিরহাটে ছিলেন তিনি। তখন জানতেন না তার শেষ সম্বলটুকু এখন আর নেই।  শুক্রবার (১২ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের জমিরহাট প্রামানিক দাসপাড়া গ্রামের নিজ বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় মতিউর রহমান জানান, "রাতে জেলে কাজলের ঘরে হঠাৎ আগুন জ্বলতে দেখেন। ততক্ষণে ঘরে থাকা টিভি, সিলিং ফ্যান, ১০ হাজার টকা, হাঁস, মুরগি, খাট, শোকেস, ট্রাংক, মূল্যবান জিনিসপত্রসহ ঘরের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করা যায়নি।"  

স্থানীয় ইউপি সদস্য আহসান হাবিব বলেন, "কীভাবে আগুন লেগেছে বলা যাচ্ছে না। তাদের পরিবারটা খুব অসহায়।"  

 পার্বতীপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল বলেন, "উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে।"


Link copied