বাঁশখালিতে ইসলামের নবীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক আটক

Anweshan Desk

Anweshan Desk

২০ মার্চ ২০২৪, ০৮:৪৫ এএম


বাঁশখালিতে ইসলামের নবীকে নিয়ে কটুক্তির অভিযোগে যুবক আটক

ছবি : আজগর হোসাইন

চট্টগ্রামের বাঁশখালীতে ইসলামের নবী মুহাম্মদকে  নিয়ে কটুক্তির অভিযোগে আজগর হোসাইন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বাঁশখালী পুলিশ। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার গণ্ডামারা ইউপি'র পশ্চিম বড়ঘোনাস্থ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আজগর বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম বড়ঘোনা এলাকার বদরুজ্জামানের পুত্র।

জানা যায়, অভিযুক্ত আজগর হোসাইন মুসলিমদের প্রিয় নবী মুহাম্মদকে নিয়ে কটূক্তির পাশাপাশি  বিভিন্ন নবী-রাসুল ও অলি বুজুর্গ নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। তার ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এতে সাধারণ মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খবর পেয়ে বাঁশখালী থানার  অফিসার ইনচার্জ ওসি তোফায়েল আহমদের নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত আজগরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ জানান, আইনশৃঙ্খলার বিষয়টি বিবেচনা করে আজগর নামের যুবককে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আজগরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন থেকে আরও


Link copied