আওয়ামীলীগ ও জামায়াত নেতার সম্মিলিত নেতৃত্বে বাউল সাধকের বাড়িতে হামলা

Anweshan Desk

সংখ্যালঘু নির্যাতন ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২২, ১৩:১২ পিএম


আওয়ামীলীগ ও জামায়াত নেতার সম্মিলিত নেতৃত্বে বাউল সাধকের বাড়িতে হামলা

বয়স্ক বাউল সাধকের বাড়িতে হামলা

নড়াইল জেলার কালিয়া উপজেলায় নওয়াগ্রামে স্থানীয় আওয়ামিলীগের নেতা এবং বর্তমান চেয়ারম্যান মনি মিয়া এবং তার বড় ভাই চিহ্নিত জামায়াত নেতা আলি মিয়ার সম্মিলিত নেতৃত্বে ৮০ বছরের এক বয়স্ক নিভৃতচারী বাউল সাধকের বাড়িতে হামলা চালানো হয়।

গত ২৭ আগষ্ট রাত আনুমানিক ১০ টার দিকে স্থানীয় আওয়ামীলীগ নেতা মনি মিয়া এবং জামায়াত নেতা আলি মিয়া ও তার সন্ত্রাসী দলবলসহ হারেছ ফকির নামক এক বাউল সাধকের বাড়িতে অতর্কিত হামলা করে। সূত্র মারফত জানা যাচ্ছে জামায়াত নেতা কিছুদিন পূর্বে হজ্জ পালণ করে এসেছে। 

হামলার সময় দুর্বৃত্তরা সাধকের বাড়িতে থাকা তার সব বাদ্যযন্ত্র ভেঙে চুরমার করে দেয় এবং সেই বাউলকেও আহত করে।

বর্তমানে সেই বয়স্ক বাউল সাধক আতঙ্কের মধ্যে দিন পাড় করছে। হামলার সময় স্থানীয় কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় আক্রমণকারীরা এলাকায় খুবই প্রভাবশালী।

ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন থেকে আরও


Link copied