ইজরায়েলের সাথে আমাদের সম্পর্ক গভীর হচ্ছে : সৌদি যুবরাজ

Anweshan Desk

Anweshan Desk

২২ সেপ্টেম্বর ২০২৩, ১০:১১ এএম


ইজরায়েলের সাথে আমাদের সম্পর্ক গভীর হচ্ছে : সৌদি যুবরাজ

দারুণ অগ্রগতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হচ্ছে বলা জানিয়েছেন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন, প্রতিদিনই দুই দেশের সম্পর্ক উষ্ণ হচ্ছে।   

 

ফক্স নিউজকে বুধবার দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ সালমান বলেন, ‘প্রতিদিনই আমরা কাছাকাছি হচ্ছি।’

 

ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক জোরদারে অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে ফিলিস্তিন সংকটের সমাধানকে প্রাধান্য দিচ্ছে সৌদি আরব। পাশাপাশি পারমাণবিক সক্ষমতাও চাইছে দেশটি।     

 

যুবরাজ সালমান বলেন, ‘ইরান যদি পারমাণবিক অস্ত্র পায়, তবে আমাদেরও তা পেতে হবে।’

 

ফিলিস্তিন ইস্যুটি সৌদি আরবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে সংকট সমাধানে কাজ করা হচ্ছে বলে জানান সৌদি যুবরাজ।

 

তিনি বলেন, ‘দেখতে হবে আমরা কোথায় যাচ্ছি। আশা করি এমন একটি অবস্থানে পৌঁছাতে পারবো, যেটি ফিলিস্তিনিদের জীবনকে সহজ করবে।’

 

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড 

মত প্রকাশের স্বাধীনতা থেকে আরও


Link copied