নড়াইলে মাদ্রাসার সেপটিক ট্যাংক থেকে ছাত্রের লাশ উদ্ধার

Anweshan Desk

Anweshan Desk

০১ জানুয়ারী ২০২৩, ০০:০৫ এএম


নড়াইলে মাদ্রাসার সেপটিক ট্যাংক থেকে ছাত্রের লাশ উদ্ধার

নড়াইল সদর উপজেলায় মাদ্রাসার সেপটিক ট্যাংক থেকে আবদুল্লাহ নামে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দ্রবিলা ইউনিয়নের বাঁশগ্রাম সরকেলডাঙ্গা হাসানিয়া কওমি মাদরাসা ও এতিমখানার নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আবদুল্লাহ পার্শ্ববর্তী চাচুঁড়ী এলাকার ইনছান গাজীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত আটটার দিকে আব্দুল্লাহ নিখোঁজ হয়।ওই রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

শনিবার সকালে শিক্ষক ও ছাত্ররা পুনরায় খোঁজাখুঁজির একপর্যায়ে মাদরাসার বাথরুমের সেপটিক ট্যাংকের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে।

পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ বের করে আনে। এরপর মরদেহটি ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বাংলানিউজকে বলেন, মাদরাসাছাত্রের মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে।

মত প্রকাশের স্বাধীনতা থেকে আরও


Link copied