পাকিস্তানে থানায় জঙ্গি হামলায় নিহত ১০ পুলিশ সদস্য

Anweshan Desk

Anweshan Desk

০৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:৪৮ পিএম


পাকিস্তানে থানায় জঙ্গি হামলায় নিহত ১০ পুলিশ সদস্য

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের এক থানায় সশস্ত্র জঙ্গি হামলার  অন্তত ১০ পুলিশ নিহত ও আহত হয়েছেন ৬ জন। সোমবার ভোররাতের দিকে প্রদেশটির ডেরা ইসমাইল খান জেলার চদওয়ান পুলিশ স্টেশনে হামলার এ ঘটনা ঘটে। খবর দ্য ডন এর।

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর তিন দিন আগে এ হামলা চালানো হলো।  ডেরা ইসমাইল খান জেলার পুলিশ কর্মকর্তা নাসির মেহমুদ হতাহতের ওই সংখ্যা নিশ্চিত করেছেন।

গত কিছুদিনে পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া ও বেলুচিস্তান প্রদেশে বেশ কয়েকটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ফলে নির্বাচনের আগে সেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ও নিরাপত্তা কর্তৃপক্ষ নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে দেখেছে। বৃহস্পতিবার নির্ধারিত সূচী অনুযায়ীই ভোট গ্রহণ করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে তারা। 

খাইবার পাখতুনখওয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আরশাদ হুসেইন শাহ হামলার নিন্দা করে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন।


Link copied