সুন্নতে খৎনার সময় শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ

Anweshan Desk

Anweshan Desk

২১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪১ এএম


সুন্নতে খৎনার সময় শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জে তাহাসিন (৭) নামের এক শিশুর খাতনা করতে গিয়ে পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক 'হাজমে'র বিরুদ্ধে। এতে অতিরিক্তক্ষরণ শুরু হলে তাহাসিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বাকেরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তাহসিন স্থানীয় আল আমিন হাওলাদারের ছেলে।

শিশুর বাবা আল আমিন হাওলাদার বলেন, বাকেরগঞ্জ উপজেলা পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদের বাসিন্দা শাহজাহান হাজামকে আমার ছেলের মুসলমানি করানোর জন্য বাড়িতে ডাকা হয়। তিনি এসে সুন্নতে খাতনা করার সময় সামনের চামড়া না কেটে পুরুষাঙ্গের অর্ধেক পরিমাণ কেটে ফেলে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাহসিনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত ডাক্তার তাহসিনকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় স্থানান্তর করে।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক মিরাজ হোসেন বলেন, আমাদের কাছে ৭-৮ বছর বয়সি ওই শিশুকে তার অভিভাবকরা এনেছিলেন। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হসপিটালে স্থানান্তর করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বলেন, আমরা ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। তবে এই বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন থেকে আরও


Link copied