ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, ডিজিটাল আইনে হিন্দু কলেজছাত্র কারাগারে

Anweshan Desk

ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন ডেস্ক

২৮ জুন ২০২২, ১৬:৪৩ পিএম


ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, ডিজিটাল আইনে হিন্দু কলেজছাত্র কারাগারে

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করা্র অভিযোগে বরিশালের গৌরনদীতে সৌভিক সাহা (১৯) নামে এক হিন্দু কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সৌভিক সাহা জেলার গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দির পরিচালনা কমিটির সদস্য বেল্টু সাহার ছেলে।

 

বুধবার (২৯ জুন) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন। এর আগে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করার 

পরের দিন দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠান। 

 ওই এলাকার মন্দির কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার শান্তুনু ঘোষ বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি করেন। 

বাদী শান্তনু ঘোষ বলেন, ‘সোমবার রাত সাড়ে ১০টার দিকে মন্দির কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, ওই ছেলে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে এবং তার পরিবারের অকল্যাণ চেয়ে প্রার্থনা হচ্ছে উল্লেখ করে সেখানে সবাইকে যোগ দিতে আহ্বান জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়। বিষয়টি প্রমাণসহ দেখানোর পর গৌরনদী মডেল থানার ওসিকে জানাই।’ 

থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে একটি স্ট্যাটাস দেয় সে। এ ঘটনায় বাদী মন্দির কমিটির সভাপতি ওই কলেজছাত্রকে একমাত্র আসামি করে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করেন। রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে বরিশাল আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠান।’ 

এ বিষয়ে ওই ছেলের বাবা বলেন, ‘আমার ছেলে মানসিক ভারসাম্যহীন।

 উল্লেখ্য, বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা চরমভাবে ব্যহত করছে রাষ্ট্র ও প্রশাসন।এই আইনের চরম অপব্যবহারের কারণে দেশী-বিদেশী মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে এই আইনকে বাতিল করার দাবি তোলা হলেও, এই কালো আইনকে বাতিল করার জন্যে কোন উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেয়া হয় নি।

ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন থেকে আরও


Link copied