ঈদের জামাত নিয়ে দু'পক্ষের সংঘর্ষ : নিহত ১

Anweshan Desk

Anweshan Desk

২২ এপ্রিল ২০২৩, ১৬:৩৭ পিএম


ঈদের জামাত নিয়ে দু'পক্ষের সংঘর্ষ : নিহত ১

কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের জামাতে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার বীর কাটিহারী গ্রামের দক্ষিণপাড়া ঈদগাহে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৪৫) বীর কাটিহারী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বীর কাটিহারী ঈদগাহে আগে ও পরে ঈদের জামাত আদায়কে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এরপর তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় প্রতিপক্ষের ছুড়ে মারা ইটপাটকেল মারধরের নজরুল ইসলামসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত নজরুলকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ নজরুলের লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠিয়েছে।

ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন থেকে আরও


Link copied