ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে প্রবাসীর আত্মীয়স্বজনের বাড়িতে হামলা

Anweshan Desk

Anweshan Desk

১৭ জানুয়ারী ২০২৩, ২২:৪২ পিএম


ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে প্রবাসীর আত্মীয়স্বজনের বাড়িতে হামলা

বিদেশে  বসবাসরত এক বাঙালি হিন্দু যুবক কতৃক  নবী হযরত মুহাম্মদকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের উত্তর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি ভারতে অবস্থানরত আবির অধিকারী (২৫) তার ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে মহানবীকে কটূক্তি করেন বলে অভিযোগ উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলাসহ আশপাশের এলাকার মুসলমানরা একত্রিত হয়ে আবিরদের বাড়ির মাখন লাল অধিকারী, পলাশ অধিকারী ও সন্তোষ অধিকারীর বসতঘর ভাঙচুর করে। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

আবির উত্তর কান্দি গ্রামের অনাদী অধিকারীর ছেলে। এদিকে এলাকাবাসী জানিয়েছে, আবির ও তার পরিবার ৭ বছর আগে ভারত চলে যায়। এমনকি তারা তাদের জমিজমাও বিক্রি করে গেছে।

আবির উত্তর কান্দি গ্রামের অনাদী অধিকারীর ছেলে। এদিকে এলাকাবাসী জানিয়েছে, আবির ও তার পরিবার ৭ বছর আগে ভারত চলে যায়। এমনকি তারা তাদের জমিজমাও বিক্রি করে গেছে।

আবিরের চাচাতো ভাই সৌরভ অধিকারী বলেন, আবির ফেসবুকে কী লিখেছে তা আমরা জানি না। রোববার সন্ধ্যায় হঠাৎ করে ৪-৫শ লোক এসে আমাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। বাড়িতে আমরা ৫টি পরিবার বসবাস করছি। আমরা এখন আতঙ্কে আছি।

এ বিষয়ে কোটালীপাড়া ওলামা পরিষদের প্রচার সম্পাদক বশির বিন সামসুদ্দিন বলেন, আবিরের মন্তব্য সত্যিই নিন্দনীয়। আমরা তার বিচার চাই। তবে এ ঘটনায় ৩টি পরিবারের ওপর হামলাকে আমরা সমর্থন করি না।

কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান বলেন, আবির ভারতে থাকায় আপাতত তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না।

ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন থেকে আরও


Link copied