পাইকগাছায় দু’ দফায় পেঁপে ও কলাগাছ কেঁটে দিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি হিন্দু চাষীর

Anweshan Desk

ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন

১৪ অগাস্ট ২০২২, ২১:২৬ পিএম


পাইকগাছায় দু’ দফায় পেঁপে ও কলাগাছ কেঁটে দিয়ে  লক্ষাধিক টাকার ক্ষতি হিন্দু চাষীর

খুলনার পাইকগাছায় এক হিন্দু চাষীর সাড়ে ৩বিঘা জমিতে রোপন করা কলা ও পেঁপে গাছ দু’ দফায় কেটে নষ্ট করে দিয়েছে স্থানীয় কয়েকজন মুসলমান ভূমিদস্যু। 

 

সর্বশেষ গত শুক্রবার (১২ আগস্ট) সন্ধার পর ২৫০ টি পেঁপে ও ৫০টি কলা গাছ কেটে ফেলে ভূমিদস্যুরা। এতে ঐ ব্যক্তি লক্ষাধিক টাকার টাকার ক্ষতি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে,  উপজেলার কাটিপাড়া এলাকার সুব্রত ভট্টাচার্য নামের একজন হিন্দু ধর্মাবলম্বী তাঁর নিজস্ব সাড়ে ৩ বিঘা জমিতে কলা ও পেঁপে গাছ রোপন করা কলাগাছ কেটে নষ্ট করে দেয় একই গ্রামের সোবাহান মোড়লের ছেলে আলী আজগর মোড়ল(৩৮), হাসেম মোড়ল(৪০), সিরাজুল ইসলাম(৪২), ও আফসার গাজীর ছেলে খালেক গাজী(৫৫) । টের পেয়ে ভুক্তভোগী সুব্রত ভট্টাচার্য ভূমিদস্যুদের কাছে কলা ও পেঁপে গাছ কর্তনের কারণ জানতে চাইলে তাঁকে অশালীন ভাষায় গালাগাল ও হত্যার হুমকি দিয়ে চলে যায়। 

এ ঘটনায় থানায় ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেঘটনাস্থল পরিদর্শন করেছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, "পেঁপে ও কলা গাছ কেঁটে ক্ষতিসাধন করার ঘটনায় অভিযোগ হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।"

ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন থেকে আরও


Link copied