সুনামগঞ্জে হিন্দু জেলেকে গাছে বেঁধে নির্যাতন

Anweshan Desk

ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন

১৩ অগাস্ট ২০২২, ১৪:০৭ পিএম


সুনামগঞ্জে হিন্দু জেলেকে গাছে বেঁধে নির্যাতন

সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় এক হিন্দু জেলেকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে এই ঘটনা ঘটে। 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরার জাল ছেড়াকে কেন্দ্র করে সুখাইড় কুইছহাটি গ্রামে তপন সরকার নামের ঐ হিন্দু জেলেকে গাছে বেঁধে নির্যাতন করে একই গ্রামের মৃত শক্যদর আলীর ছেলে বাবুল মিয়ার নেতৃত্বে একদল মুসলমান সন্ত্রাসী। 

ভুক্তভোগী তপন সরকার বলেন, "কুইছহাটি গ্রামের বাবুল মিয়ার নেতৃত্বে আমাকে গাছে বেঁধে মারধর করা হয়েছে। বাবুল মেম্বারের চেষ্টায় আমি ছাড়া পাই।"

স্থানীয় ইউপি সদস্য  বাসিন্দা বাবুল মিয়া বলেন, "শুক্রবার দুপুরে সুখাইড় উপস্বাস্থ্য কেন্দ্রে হেলালকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। আর জানতে পারলাম তপনকে কুইছহাটি গ্রামে তপনকে গাছে বেঁধে রাখা হয়েছে। পরে আমি ছাড়ানোর ব্যবস্থা করি।"

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন থেকে আরও


Link copied